Bangladesh
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

এবার চোখ ফেরানোর পালা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দিকে।নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে খেলা নিয়ে ব্যস্ত থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা একটু দেরিতে হলেও আজ শনিবার দেশটির ক্রিকেট বোর্ড ১৪ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন খেলবেন প্রথম দুই ওয়ানডে। এরপর দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইলিয়ামসনের বদলে আসবেন কলিন মুনরো।
নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট অ্যাস্টল, ম্যাট হেনরি,টিম সাউদি,টম ল্যাথাম, কলিন মুনরো, কলিন ডি গ্র্যান্ডহোম, লাকি ফার্গুসন, মার্টিন গাপটিল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার।